স্টাফ রিপোর্টার:গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা জেলা প্রশাসনের মধ্যমে প্রদান করা হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গতকাল ভূমিকম্প পরবর্তী সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে তাৎক্ষণিকভাবে জরুরি সাড়াদান কেন্দ্র চালু করেছে। কেন্দ্রের টেলিফোন নাম্বার-০২৫৮৮১১৬৫১। কেন্দ্র থেকে সকল জেলা প্রশাসনের সাথে যোগাযোগের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।প্রাপ্ত তথ্য অনুসারে ঢাকায় ০৪ জন নিহত ও ৫৯ জন আহত, নারায়নগঞ্জে ০১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদীতে ৫ জন নিহত ও ১১০ জন আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরাতে ২২ জন আহত হয়েছে। সংঘটিত ভূমিকম্পের ফলে এপর্যন্ত ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহত ব্যক্তিদের অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি নিরূপণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.