চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণের ৫ দফা দাবি বাস্তবায়ন লক্ষ্যে স্বারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার:ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণকে ১০ম গ্রেড প্রদানসহ ৫ দফা দাবি বাস্তবায়ন লক্ষ্যে স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসক কামাল হোসেন অনুপস্থিত থাকায় স্বারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নয়ন কুমার রাজ বংশী। ৫ দফা দাবি গুলো হলো: ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণকে ১০ম গ্রেডে উন্নতিকরন, সময়োপযোগী নিয়োগবিধিমালা প্রয়ণয়ন করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগনকে পদন্নোতি প্রদান,মন্ত্রণালয় হতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের শতভাগ৷ বেতন ভাতা প্রদান,অবসরকালীন ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণকে শতভাগ আনুতোষিক প্রদান অথবা পারিবারিক পেনশন প্রদান ও স্থানীয় সরকার অধিদপ্তর গঠন। স্বারকলিপি প্রদানের সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা সভাপতিসহ জেলার সকল সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More