চুয়াডাঙ্গার বনানী পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত: সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই—অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা সদর উপজেলার বনানী পাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত বনানী পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর রাতে বনানীপাড়ায় এ টুর্নামেন্টের আয়োজিত হয়।

তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে সুস্থ ও সৃজনশীল পথে চালিত করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এবং চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সেক্রেটারি আরিফুল ইসলাম এবং জেলা প্রচার বিভাগের সেক্রেটারি হুমায়ুন কবীর।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন “আজকের শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ প্রজন্মকে মাদক ও অসৎ পথ থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে যাতে আমাদের সন্তানরা বিপথগামী না হয়।”
তিনি আরও উল্লেখ করেন যে, খেলাধুলা কেবল শরীরকে সুস্থ রাখে না, বরং এটি মনকে প্রশান্ত করে, ভালো চরিত্র গঠনে সহায়তা করে, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগত মনোভাব তৈরি করে।
অ্যাডভোকেট রাসেল বলেন, নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তরুণরা নেশা, অপরাধ ও অবক্ষয় থেকে স্বাভাবিকভাবেই দূরে থাকে। মাঠে সময় কাটানো, প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং দলগত কাজের মাধ্যমে তারা আত্মবিশ্বাসী, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে।
তিনি দেশের প্রতিটি এলাকায় খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার জন্য মাঠ সংরক্ষণ, ক্রীড়া সংগঠনগুলোকে সক্রিয় করা এবং পরিবার থেকে উৎসাহ দেওয়া জরুরি।
বক্তব্যের শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন “একটি সুস্থ, মাদকমুক্ত ও আলোকিত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সন্তানদের হাতে এখনই বল, ব্যাট, র‌্যাকেট তুলে দিতে হবে—কারণ মাঠমুখী প্রজন্মই পারে একটি নৈতিক, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে।”
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, এবং পৌর ২ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেজ নুরুজ্জামান সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ
এবারের টুর্নামেন্টের আয়োজকদের মধ্যে ছিলেন আবির, আকাশ, নাফিস, রাহুল, সাকিব, জিহাদসহ আরও অনেকে। টুর্নামেন্টে স্থানীয় তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও সৃজনশীল পথে এগিয়ে নিতেই এই সফল আয়োজন করা হয়।
উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়, যা স্থানীয় জনগণের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More