জীবননগর অফিস:চুয়াডাঙ্গার জীবননগরে অতিথি পাখি ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে সচেতনতামূলক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় বসুন্ধরা শুভসংঘ, জীবননগর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রকৃতিপ্রেমী তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্লাকার্ড হাতে অতিথি পাখি শিকার বন্ধ, জলাভূমি ও বনাঞ্চল সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার দাবি জানান।
বক্তারা বলেন, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি জীবননগরের নদী ও জলাশয়ে আশ্রয় নেয়। কিন্তু অবৈধ শিকার ও পরিবেশ ধ্বংসের ফলে এসব পাখি আজ হুমকির মুখে। তারা পাখি শিকার বন্ধে আইন প্রয়োগ জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণীবিদ্যা প্রভাষক এইচ এম শামসুজ্জামান, সুশীল ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, কালের কণ্ঠের জীবননগর প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা জহিরুল ইসলাম, আইসিটি শিক্ষক নুর কুতুল আলম, আলোকচিত্রী টুটুল নেছার, সাংবাদিক এম আর মুকুল ও স্বেচ্ছাসেবক সামিউল ইসলাম অভি। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল আলম এবং সঞ্চালনা করেন মো. মামুন হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ বন বিভাগের কর্মকর্তারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.