চুয়াডাঙ্গায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্পোরেট জোন অফিসের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :আন্তর্জাতিক মান ISO 9001:2015 অনুযায়ী প্রত্যয়িত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর “ চুয়াডাঙ্গা কর্পোরেট জোন” অফিসের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২১ ডিসেম্বর দুপুর ২টায় চুয়াডাঙ্গা শহরের কোর্ট রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত খালেদা নাজনিন ভিলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সম্মানিত প্রধান পরামর্শক জনাব রহিম উদ-দৌল্লা চৌধুরী।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ইনচার্জ (ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট) জনাব মো. আনিছুর রহমান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আমিরুল ইসলাম,ইভিপি পিআরটি–২ ও ইনচার্জ, ঝিনাইদহ জোন , জনাব মো. ইয়াসিন আলী, এএম ও ইনচার্জ, মেহেরপুর এফপিআর সেন্টার এবং জিএম, চুয়াডাঙ্গা কর্পোরেট জোন মো. আবু বকর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভিপি (পিআরটি–১), চুয়াডাঙ্গা কর্পোরেট জোন মো. অলিউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এজিএম, চুয়াডাঙ্গা কর্পোরেট জোন , হাসনা জাহান খুশবু।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সম্পূর্ণ ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গ্রাহকদের আস্থা অর্জন ও সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন কর্পোরেট জোন অফিসের মাধ্যমে চুয়াডাঙ্গা অঞ্চলে বীমা সেবা আরও সহজ, দ্রুত ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More