স্টাফ রিপোর্টার : ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে চুয়াডাঙ্গা রেলপাড়ার বাসীন্দা এসএসসি পরীক্ষার্থী শিহাব উদ্দিন । শিহাব উদ্দীনের মা জুলি খাতুন জানিয়েছেন, গত শুক্রবার ১৯ ডিসেম্বর সকাল ১১ টার সময় আমার সাথে রাগারাগি করে ব্যাগ পিঠে করে বাড়ি থেকে বেরিয়ে যায় শিহাব উদ্দিন (১৭)। আমি ভেবেছিলাম ও কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে আসবে। এর আগেও আমার সাথে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এর কদিন পরেই আবারো বাড়িতে ফিরে এসেছে ।
ফিরে আসবে! ফিরে আসবে! করে পথ চেয়ে রয়েছি আমি। অথচ ৮ দিন পার হয়ে গেলেও আমার শিহাব বাড়ি ফিরছে না। আমি এখন কি করবো ভেবে পাচ্ছি না। নিকট আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছেও তার খোঁজখবর নিয়েছি কিন্তু কোন খোঁজ পাচ্ছি না আমার ছেলে শিহাবের।
চুয়াডাঙ্গা মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী শিহাব উদ্দিন চুয়াডাঙ্গা পৌর এলাকার (৫নং ওয়ার্ড) রেলপাড়ার আবু সাঈদ ও জুলিয়া খাতুনের ছেলে।
বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল এ্যাসকালার প্যান্ট, সাদা শার্ট ও পিঠে ছিল স্কুল ব্যাগ। তার গায়ের রং শ্যামলা,হালকা-পাতলা গড়ন, উচ্চতা আনুমানিক ৫ফিট ৬ইঞ্চি।
তার মা জুলিয়া খাতুন জানিয়েছেন, কেউ যদি আমার ছেলেকে দেখে থাকেন বা কোথায় আছে জেনে থাকেন তাহলে আমার এই(০১৩০৯৬৬৩৫৬৮) মোবাইল নাম্বারে একটু দয়া করে জানাবেন।
এদিকে এক সপ্তাহ’র বেশি সময় ধরে নিখোঁজ থাকা ছেলের বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারন ডাইরী ( জিডি) করা হয়েছে৷ জিডি নং ১৪০৮, (তাং ২৮-১২-২৫) ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.