স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক তার পুড়িয়ে তামা সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা এলাকায় অবস্থিত সোহাগ প্লাস্টিক সেন্টারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দোকানটির মালিক মোঃ সোহাগ আলী দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক তার পুড়িয়ে তামা সংগ্রহ করে আসছিলেন, যার ফলে বায়ু দূষণসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল।
এ অপরাধে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৩ এর আওতায় মোঃ সোহাগ আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ও পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গার সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস এবং পরিদর্শক মোঃ নাইম হোসেন।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির এএসআই ইলিয়াসসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.