চুয়াডাঙ্গায় যুবকদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গায় যুবকদের দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের পিএসইউএস এর মিটিং রুমে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। তিনি বলেন, দক্ষতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের প্রশিক্ষণ যুবকদের বাস্তব জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে যুবকদের দক্ষতা ও নেতৃত্বগুণ উন্নয়ন অত্যন্ত জরুরি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান ও দলগতভাবে কাজ করার সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, দক্ষ যুবসমাজ গড়ে উঠলে কর্মসংস্থান সৃষ্টি হবে, সামাজিক অবক্ষয় কমবে এবং দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। তিনি আরও বলেন, সরকার যুবকদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম যুবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং নেতৃত্ব প্রদানে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা। উদ্ভোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। উদ্ভোধন অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রজেক্ট অফিসার আরিফুর রহমান। সহযোগিতায় ছিলেন সংস্থার আসাদুজ্জামান, হামিদুল ইসলাম, আব্দুর রহমান ও খোকন মিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুব উন্নয়নমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More