স্টাফ রিপোর্টার: মাঘ মাসের প্রকৃতির আচরণ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী কয়েকদিন টালমাটাল আচরণ করবে প্রকৃতি। তাপমাত্রা থাকবে হ্রাস-বৃদ্ধির মধ্যে। হাড়কাঁপানো শীতও জেঁকে বসবে না। উলটো দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের সারা দেশের আগামী ৫ দিনের পূর্বাভাস থেকে এমন তথ্য জানা গেছে।
এতে বলা হয় ২৭ জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২৮ জানুয়ারি) দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তথ্যমতে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, ২৯ ও ৩০ জানুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অবশ্য ৩১ জানুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.