কুমারখালিতে বিএনপির পথসভা অনুষ্ঠিত সকল অন্যায় দুর্নীতি ও অবিচারের অবসানে ধানের শীষে ভোট দিয়ে সমুচিত জবাব দেওয়ার আহ্বান সৈয়দ মেহেদী আহমদ রুমীর

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর বাঁধ বাজার এলাকায় কর্মীদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ দিশেহারা। এসব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণকে সমুচিত জবাব দিতে হবে।
জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি সবসময় জনগণের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি শুরু করেছিলেন, তার সহধর্মীনী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের সুযোগ্য সন্তান দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সেই পথেই দেশকে এগিয়ে নিতে চান। ধানের শীষ হচ্ছে সেই পরিবর্তনের প্রতীক, ভোটাধিকার, ন্যায়বিচার ও মানুষের সম্মানের প্রতীক। দেশের কল্যানে আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহব্বান জানান তিনি।
চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীমুল হাসান অপু, পিপি এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম, কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. শাতিল মাহমুদ, আব্দুর রাজ্জাক বাচ্চসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকায় গণসংযোগ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More