গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার ৬২নং আড়িয়া গ্রামে ম.আ.সরকার পল্লী পাঠাগারে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম.আ.সরকার পল্লী পাঠাগারের প্রতিষ্ঠাতা মস্তাক আহমেদ সরকার, মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পাঠাগারের সাধারণ সম্পাদক শাহিন সরকার মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আহসান হাবীব শিপলু। অনুষ্ঠানে শিশু-কিশোর কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগিদের ভেতর পরিবেশবান্ধব গাছ উপহার দেয়া হয়। আর যারা যারা বিজয়ী হতে পারিনি তাদেরকেও দেয়া হয় পরিবেশ বান্ধব গাছ। কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মস্তাক আহমেদ সরকার বক্তব্য দেয়ার সময় বলেন-তরুণদের মধ্যে বই পাঠে উৎসাহিত করতে এই লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়। তিনি আরও বলেন, আমরা স্বপ্ন দেখি প্রতিটি গ্রামে একটি করে পাঠাগার প্রতিষ্ঠা হোক। যেখানে এসে সবাই বই পাঠের মাধ্যমে সু নাগরিক হওয়ার স্বপ্ন দেখবে। ম.আ.সরকার পল্লী পাঠাগার প্রাঙ্গণে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন’র সভাপতি আহসান হাবীব শিপলু বলেন-পাঠাগার সমাজ গড়ার প্রত্যায় সমাজকে কুলোশিত মুক্ত করতে এবং সুন্দর সমাজ গঠনে অবশ্য এই প্রজন্মের সবাইকে লাইব্রেরি মুখী হতে হবে। ম.আ.সরকার পল্লী পাঠাগারের সাধারণ সম্পাদক শাহিন সরকার বলেন-স্মার্ট ফোনে বুদ হয়ে থাকে সেখানে প্রত্যান্তগ্রামের এই পাঠাগার তরুণ প্রজন্মকে সঠিক পথ দেখাতে পথপ্রদর্শক হিসাবে কাজ করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক সুলতান সরকার, সদস্য ঝন্ট, মনজুরসহ অনেকে।