চুয়াডাঙ্গায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখার ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত পরশু শুক্রবার চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রমিক ভবনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনি কার্যক্রম শুরু হয় পরিচয় পর্ব ও সাম্প্রতিক মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত-নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে, যার পরিচালনায় ছিলেন সদস্য তাসলিম আল মাহমুদ। এরপর সদস্যদের সামনে অভিজ্ঞতা তুলে ধরেন সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী লামিয়া তাসফিয়া রজনী। নির্বাচন সংক্রান্ত দিকনির্দেশনা দেন ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার সাইফুল্লাহ সাদিক সৌরভ। গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে ১১ সদস্যের জেলা কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি লামিয়া তাসফিয়া রজনী, সহ-সভাপতি নাবিলা ইসলাম, সাধারণ সম্পাদক ওমায়ের হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ সাদিক বিন রহমান, সাংগঠনিক সম্পাদক শান্তনু ইসলাম অন্তু, শিশু সাংবাদিক (ছেলে) শাহরিয়ার আলম মালিক রাফিন, শিশু সাংবাদিক (মেয়ে) ইফফাত তাইয়েবা ইশারা, শিশু গবেষক (ছেলে) ইউসুফ আল শাফিন, শিশু গবেষক (মেয়ে) জেবা তাসনিয়া, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (ছেলে) মেজবাউর রহমান রনক এবং চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেয়ে) নীলিমা তাবাসসুম। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনসিটিএফ-এর সাবেক সদস্য অনিক রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার সাইফুল্লাহ সাদিক সৌরভ এবং দিনব্যাপী ভোট গণনা ও মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন এনসিটিএফ-এর সাবেক সদস্য ও ভিবিডি চুয়াডাঙ্গার সভাপতি মো. ফাহিম উদ্দিন মভিন। নির্বাচনি ফলাফল ঘোষণা ও নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান এনসিটিএফ চুয়াডাঙ্গার সাবেক শিশু গবেষক ও ভিবিডি চুয়াডাঙ্গার সাবেক সভাপতি মুশফিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সদস্য মাহবুব ইসলাম আকাশ। সবশেষে নবনির্বাচিত সভাপতি লামিয়া তাসফিয়া রজনী সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।