মুজিবনগর “আনন্দবাস মারকাযুল উলুম মাদ্রাসা‘য়” অভিভাবক সমাবেশ ও বার্ষিক ফলাফল প্রকাশ

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর “আনন্দবাস মারকাযুল উলুম মাদ্রাসা” উদ্যোগে শিার মানোন্নয়নের ল্েয অভিভাবক সমাবেশ ও বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (আজ) সোমবার বিকেলের দিকে “আনন্দবাস মারকাযুল উলুম মাদ্রাসা” চত্তরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দবাস মারকাযুল উলুম মাদ্রাসা‘র মুহতামিম মুফতি আল-আমিন এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন যতারপুর দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা‘র পরিচালক অধ্যাপক মাও: মো: খাদেমুল ইসলাম, আনন্দবাস মারকাযুল উলুম মাদ্রাসা‘র সভাপতি মো: আসলাম হোসেন, সাধারন সম্পাদক আব্দুল হালিম মাষ্টার, জয়পুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা‘র মুহতামিম মাও: মো: লিয়াকত আলী, বাগোয়ান খাদিজাতুল কুবরা (রা:) মহিলা মাদ্রাসা‘র পরিচালক মুফতি নূরুজ্জামান (নয়ন), মাও: সমিউল ইসলাম, মাও: আবুবক্কর সিদ্দিক ও অভিভাবকবৃন্দ প্রমূখ। অভিভাবক সমাবেশ শেষে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতারণ করা হয়।