স্টাফ রিপোর্টার:ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস একটি জনপ্রিয় ফিচার। এবার মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন একটি ফিচার পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের স্ট্যাটাস আপডেটের উপর আরও নিয়ন্ত্রণ দেবে।
বর্তমানে ব্যবহারকারীরা স্ট্যাটাসে ছবি, ভিডিও বা টেক্সট শেয়ার করেন বন্ধু ও পরিবারের সঙ্গে। তবে অনেক সময় তারা চান না তাদের স্ট্যাটাস পুনরায় শেয়ার হোক। সেই বিষয়টি মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ নতুন এই ফিচারটি নিয়ে কাজ করছে।
নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন, কে তাদের স্ট্যাটাস পুনরায় শেয়ার করতে পারবে। শুধু তাই নয়, কেউ যদি স্ট্যাটাস রিশেয়ার করে, তবে মূল ব্যবহারকারীর তথ্য গোপন থাকবে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।
পুনরায় শেয়ারের ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে স্ক্রিনের উপরে একটি লেবেল দেখা যাবে। একই সঙ্গে কেউ স্ট্যাটাস রিশেয়ার করলে, মালিক একটি নোটিফিকেশন পাবেন, তবে তার ব্যক্তিগত তথ্য প্রকাশ পাবে না।
হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ওয়েবিটাইনফোর তথ্য অনুযায়ী, এই ফিচারটি অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২৫.২৭.৫-এর হোয়াটসঅ্যাপ বিটাতে দেখা গেছে। বর্তমানে এটি কেবল গুগল প্লে বিটা প্রোগ্রামে রেজিস্টারড বিটা টেস্টারদের জন্য সীমিত। ভবিষ্যতে ধাপে ধাপে এটি বৃহত্তর ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে।