অসুস্থ সহকর্মীদের খোঁজখবর নিল দর্শনা প্রেসক্লাব সাংবাদিক সমিতি

বিশেষ প্রতিনিধি:দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে অসুস্থ সহকর্মীদের খোঁজখবর ও দোয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার ৬ নভেম্বর রাত ৮টায় প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অসুস্থ দুই সহকর্মী প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল এবং বর্তমান সহ-সভাপতি চঞ্চল মাহমুদের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাদের নিজ নিজ বাসভবনে যান।

সদস্যবৃন্দ তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা তাদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে সকলের নিকট তাদের জন্য দোয়া কামনা করা হয়েছে, যেন মহান আল্লাহ তায়ালা দ্রুত তাদের আরোগ্য দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দেন।