আলমডাঙ্গার কালিদাসপুর ও মোনাকষা বাজারে ভোক্তা অধিকারের জরিমানা আদায়

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা স্বপ্ন জগত পার্ক ও মোনাকষাবাজারে অভিযান চালিয়ে ৩ জনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রোববার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

জানাগেছে, কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের স্বপ্ন জগত পার্কের দোকানে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, চকলেট ও অন্যান্য পণ্য যা ফ্রিজ ও র‌্যাকে সংরক্ষণ করে বিক্রয় করে আসছিলেন পার্কে আগত দর্শনার্থীদের কাছে। এয়াড়াও মোড়কীকরণ বিধি বহির্ভূত মেয়াদ মূল্যবিহীন পণ্য রাখার অপরাধে পার্কের দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৫১ ধারায় ১৭ হাজার টাকা জরিমানা করেন। এরপর মোনাকষা বাজারে মেসার্স ম-ল ট্রেডার্সকে ৩৮ ধারায় ১ হাজার টাকা ও অপর একটি সার-কীটনাশকের দোকানে ৩৭, ৩৮ ধারায় ১ হাজার ৫শ টাকা জরিমানা করেন। সবাইকে পণ্যের মুল্যতালিকা প্রদর্শন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা দেয়া হয়। অভিযানের সময় উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন করা হয়। অভিযানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment