আপনাদের তথ্য আমাদের কাজের শক্তি

চুয়াডাঙ্গার গড়াইটুপিতে সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানে এএসপি

লাবলু রহমান: চুয়াডাঙ্গার গড়াইটুপিতে সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে গড়াইটুপি বাজারের আতিয়ার মার্কেটের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশী সেবা জনগণের দ্বারে পৌঁছিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। সামাজিক জীব হিসেবে আমাদের কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। আমার আপনার সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদেরই। শীতকালে গ্রামাঞ্চলে গরু চুরির প্রবণতা বেড়ে যায়। আপনারা একটু সচেতন থাকবেন। এলাকায় বাল্যবিয়ে, মাদক ও সামাজিক অপরাধ দমন করতে আপনাদের সহযোগিতা ছাড়া রোধ করা সম্ভব না। এজন্য আপনাদের তথ্য আমাদের কাজের শক্তি। পুলিশ সর্বাত্মক চেষ্টা দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত ছিলো ভবিষ্যতে থাকবে। মানুষের জান মাল রক্ষা ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করতে আপনাদের আরো সচেতন হতে হবে। ফলজ ও ফসলের সাথে এক শ্রেণির মানুষ শত্রুতা করে। আসলে তাদের নূন্যতম মনুষ্যত্ব নেই। এসব মানুষরুপী অমানুষের কোন ছাড় দেয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, ৯নং বিট পুলিশের অফিসার টিপু সুলতান, তিতুদহ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারুল ইসলাম, সাব ইন্সপেক্টর তারিফুজ্জাম তারিফ, এএসআই ইদ্রিস আলী, উত্তম কুমার, গড়াইটুপি ইউপি সদস্য আক্কাস আলী, গড়াইটুপি বাজার কমিটির সভাপতি আতিয়ার রহমান, সেক্রেটারি বাদশাসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Comments (0)
Add Comment