হাটবোয়ালিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে হাটবোয়ালিয়া বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ ও খাদ্যপণ্যের বাজার তদারকি করা হয়। অভিযান সূত্রে জানা যায়, মেসার্স হৃদয় মিষ্টান্ন ভা-ারকে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে মেসার্স সোহাগ মিষ্টান্ন ভা-ারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে মেসার্স বিশ্বাস মেডিকেল কেয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বিভিন্ন অপরাধের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারের বিভিন্ন ফলের দোকান, শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।