আলমডাঙ্গার হারদী থেকে গাঁজাসহ ৩জন গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী থেকে গাঁজাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার হারদী ইউনিয়নের লক্ষ্মীপুর- জামতলা থেকে মাদক দ্রব্য গাঁজা কেনাবেচার সময় তাদের তিনজনকে গ্রেফতার করে।
জানা গেছে : উপজেলার হারদী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মুক্তার মোল্লার ছেলে নূর ইসলাম (৪৫), পাশ^বর্তি ওসমানপুর গ্রামের হঠাৎপাড়ার ময়না খন্দকারের ছেলে টিটু খন্দকার (২৪) ও একই গ্রামের মজনু খন্দকারের ছেলে বাপ্পি খন্দকার (২১) দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে। তারা বাইরে থেকে নিয়ে এসে এলাকায় খুচরা ও পাইকারি গাঁজা বিক্রয় করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা: মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে লক্ষিপুর গ্রামের জামতলা থেকে তাদের তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের নিকট থেকে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।