আলমডাঙ্গায় খাসকররা থেকে ১২ জুয়াড়ি আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার খাসকররা গ্রামের আখড়া থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে জুয়া বোর্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বোর্ডের সাত হাজার টাকাও উদ্ধার করা হয়।
আটককৃতরা হল খাসকররা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সাফায়েত হোসেন, জরলনগর গ্রামের মোহাম্মদ ফারাজির ছেলে মাজেদুল, একই গ্রামের মসলেম মন্ডলের ছেলে ইসলাম, খেজুরতলা গ্রামের গোলাম রহমানের ছেলে মানোয়ার হোসেন, নওলামারি গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে লাভলু, কাবিলনগর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে আখতার হোসেন, একই গ্রামের মৃত সেরআলীর ছেলে আলম হোসেন, মৃত মজিবর রহমানের ছেলে সফিউদ্দিন, খাসকররা উত্তরপাড়ার লসকর আলীর ছেলে রতন আলী, বেগুয়ারখালি গ্রামের হেকমত আলীর ছেলে এনামুল হক, জোড়গাছার আব্দুল আজিজের ছেলে সিফাতুল্লাহ ও শিশিরদাড়ি গ্রামের আজিজুল হকের ছেলে লিটন আলী।
জানা গেছে, খাসকররা বাজারের পাশের নাজেরের নির্মানাধিন বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছিল সাফায়েত গং। সংবাদ পেয়ে গতকাল দুপুরে তিওরবিলা ফাঁড়ির পুলিশ অভিযান চালায় জুয়ার আসরে। এ সময় ১২ জুয়াড়িকে টাকাসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটকের পর থেকেই আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার বিভিন্ন পর্যায়ের নেতারা তদবিরে নামেন। একের পর এক মোবাইলে তারা তদবির করতে থাকে। কিন্ত কোন তদবিরে কর্নপাত না করে থানার ওসি আলমগীর কবির আটককৃতদের নামে মামলা দিয়ে দেন।
এ ব্যাপারে থানার ওসি আলমগীর কবির বলেন, জুয়ার বোর্ডে টাকাসহ সব ধরনের আলামত পাওয়া গেছে। তাদেরকে মাফ করার কোন সুযোগ নেই। তাদের নামে মামলা দায়ের হয়েছে।

Comments (0)
Add Comment