আলমডাঙ্গা উপজেলায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনসহ বিভিন্ন কক্ষ নিলাম সম্পন্ন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘোষিত ভবন/ শ্রেণিকক্ষ/ ল্যাট্রিনের  নিলাম বিক্রয়ের টেন্ডার সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলা হলরুমে টেন্ডারের মাধ্যমে ভবন/ শ্রেণিকক্ষ/ ল্যাট্রিনগুলো বিক্রি করা হয়।

জানাগেছে, উপজেলার পরিত্যক্ত ভবন নিলাম কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মো. শামসুজ্জোহা গত ১৬ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করেন। দরপত্র আহ্বানের পর ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘোষিত ভবন/ শ্রেণিকক্ষ/ ল্যাট্রিনের বিপরীতে প্রায় ১ হাজার সিডিউল ক্রয় করেন ঠিকাদারগণ। গতকাল ১ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ছিলো দরপত্র দাখিলের শেষদিন। দরপত্র দাখিল শেষে ঠিকাদার ও স্ব-স্ব বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের উপস্থিতিতে দরপত্র/টেন্ডার বাক্স খুলে যাচাই-বাছাই করেন। যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাকে চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে ৭ দিনের মধ্যে সরকারি বিধি মেনে পরিত্যক্ত ঘোষিত ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন/ শ্রেণিকক্ষ/ ল্যাট্রিন ভেঙে নেয়ার জন্য বলা হয়েছে। দরপত্র/টেন্ডার ওপেন করার সময় উপজেলার পরিত্যক্ত ভবন নিলাম কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মো. শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ, সহকারী শিক্ষা অফিসার আশরাফ-উল- ইসলাম, হুমায়ন কবীর, শামীম সুলতান, জিএম কামাল হোসেন, রশিদ আলীসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও ঠিকাদারগণ।

Comments (0)
Add Comment