এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ‘করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি, করোনাকে না বলি, জীবনকে হ্যাঁ বলি’ স্লোগান নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গায় এফবিসিসিআই’র উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম মাস্ক বিতরণ করা হয়েছে। একই সময় চালানো হয়েছে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা। এ জেলায় ১ লাখ মাস্ক বিতরণ করা হবে বলে জানান চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিক।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। এসময় প্রধান অতিথি বলেন, করোনার এই মহামারি প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা হিসেবে মাস্ক পরিধান করা সকলের কর্তব্য। তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিকালে এফবিসিসিআই ও সহযোগী সংগঠন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স যে কর্মসূচি হাতে নিয়েছে তা প্রশংসনীয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিক, সহ-সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্ন ও চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক এস.এম.তসলিম আরিফ বাবু, এ.কে.এম সালাউদ্দিন মিঠু, হারুন অর রশিদ, কিশোর কুমার কুন্ডু ও কামরুল ইসলাম হিরাসহ চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment