করোনায় কেড়ে নিলো সাবেক মেম্বার হাবিবুরকে

ভালাইপুর প্রতিনিধিঃ আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নের সাবেক মেম্বর খাদিমপুর গ্রামের হাবিবুর রহমান হাবিব করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত সাড়ে ১১ দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। হাবিবুর রহমান সাংবাদিক ইলিয়াছ হোসেনের শ্যলক।
জানাগেছে আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে সাবেক ইউপি সদস্য ও দৈনিক মাথাভাঙ্গার ডিঙ্গেদহ প্রতিনিধি সাংবাদিক ইলিয়াছ হোসেনের শ্যালক হাবিবুর রহমান হাবিব (৫০) গত ১৫ জুলাই করোনায় আক্রান্ত হয়ে বাড়ীতেই চিকিৎসাধীন ছিলেন। ১৮ জুলাই শাষ কষ্ট শুরু হয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে করোনার চিকিৎসা দিচ্ছিল।
গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য, আত্মিয় স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। রাত সাড়ে ১১ দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন।
এদিকে দৈনিক মাথাভাঙ্গার ডিঙ্গেদহ প্রতিনিধি সাংবাদিক ইলিয়াছ হোসেনের বলেন আমার শ্যলককে বাঁচাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে সকল ডাক্তার, নার্স ও ওয়ার্ড বয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনার হয়তো হায়াত ছিলোনা তাই না ফেরার দেশে পাড়ি জমালেন। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে সকলের প্রতি কৃত্বজ্ঞ জানায়।

Comments (0)
Add Comment