কার্পাসডাঙ্গায় ৮ম শ্রেণির ছাত্র সিফাতের মর্মান্তিক মৃত্যু

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ইসলামিয়া ফাযিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র মো. সিফাতের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিফাত কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম বালিকা মাদরাসার শিক্ষক আব্দুল মমিনের ছেলে। স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সিফাত বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ নদীতে গোসল করার কারণে সে নদীতে অসুস্থ হয়ে পড়ে। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে ওঠে সে। পরে সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রতিবেশীরা জানায়, দীর্ঘক্ষণ বন্ধুদের সাথে নদীতে গোসল করে সে। হয়তোবা দীর্ঘক্ষণ গোসল করার কারণে সে খুব অসুস্থ হয়ে পড়ে। সিফাতের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে চারিদিকের বাতাস ভারি হয়ে পড়ে।

উল্লেখ্য, গত বছরে ডিসেম্বর মাসে কার্পাসডাঙ্গা মিশন পল্লির দশম শ্রেণির এক ছাত্র ভৈরব নদীতে গোসল করতে নেমে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন পরে সে মারা যায়।

Comments (0)
Add Comment