কার্পাসডাঙ্গা থেকে একই রাতে রড ও পাট চুরির অভিযোগ

কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে একই রাতে রড ও পাট চুরির অভিযোগ উঠেছে। অত্র এলাকায় বিভিন্ন মালামাল চুরি অব্যাহত থাকায় এলাকার সাধারন মানুষের মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগে জানাগেছে, গত শুক্রবার রাতে কবরস্থান মোড়ের রড সিমেন্ট ব্যবসায়ী হাসিবুজ্জামান শহিদ বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রড চুরি হয়েছে। এবিষয়ে হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে আমার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১৩ হাজার টাকার রড চুরি হয়েছ। অপরদিকে একই রাতে কার্পাসডাঙ্গার নেভি ভাটার পাশে থেকে কার্পাসডাঙ্গা গ্রামের বাহাদুর আলীর ছেলে কৃষকলীগ নেতা জহিরের ৩ মণ পাট চুরি হয়েছে বলে সাংবাদিকদের নিকট তিনি অভিযোগ করেন। অভিযোগে করে তিনি বলেন, শুক্রবার রাতে আমার ৩ মণ পাট চুরি হয়েছে। যার মূল্য প্রায় ৯ হাজার টাকা। এলাকার বেশকিছু সচেতন ব্যক্তি অভিযোগ করে বলেন, এর আগে কার্পাসডাঙ্গা এলাকা থেকে লাগাতার পানির মোটর চুরি হয়েছে। কার্পাসডাঙ্গা – আরামডাঙ্গা বতটলা থেকে একটি দামি মোটর চুরি হয়, বাজারের ইদ্রামোড় একটি মার্কেট থেকে একটি মোটর চুরি, পিরপুরকুল্লা গ্রামে একই রাতে দুটি বাড়ি থেকে মোটর চুরি, কাষ্টমমোড়ে নির্মাধীন একটি ভবণ থেকে মোটর চুরি, হাদিকাতুল উলুম মাদ্রাসা থেকে মোটর চুরি এবং কবরস্থানমোড়ে একটি ফার্নিচারের দোকান থেকে প্রায় ৩০ হাজার টাকার ফার্নিচার চুরির অভিযোগ উঠেছিল। এবিষয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েলের কাছে জানতে চাইলে তিনি জানান, রড চুরির বিষয়টি শুনেছি তবে পাট চুরির বিষয়টি শুনিনি। তবে রড উদ্ধারের কাজ চলছে। এবিষয়ে দামুড়হুদা মডেল থাকার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি জানান, চুরির বিষয়ে কোন অভিযোগ পাইনি।

Comments (0)
Add Comment