চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারণামূলক মাইকিং

ডিঙ্গেদহ প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনা ভ্যাকসিন গ্রহণ ও জনসচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে প্রচারণামূলক মাইকিংয়ের উদ্বোধন করা হয়। গতকাল সোমবার সকাল ৯টায় শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এডাব চুয়াডাঙ্গা জেলা কমিটির সহযোগিতায় পল্লী উন্নয়ন সংস্থা পাস চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নে এ প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন বিশ^াস খোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত মাহামুদ, ইউপি সচিব আশাবুল হক মাসুদ। এছাড়াও জীবননগর এলাকায় উষা বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলায় রিসো, গোকুলখালী এলাকায় গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা, সরোজগঞ্জ এলাকায় কম্প্যাক্ট ফাউন্ডেশন মাইকিং করে।

Comments (0)
Add Comment