খেলাধুলার উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে উদ্বুদ্ধ করতে আলমডাঙ্গায় আলোচনা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় খেলাধুলার উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে উদ্বুদ্ধ করে সমাজ থেকে মাদক ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, বীর মুক্তিযোদ্ধা অগ্নি সেনা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু, প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসাইন, ইউপি চেয়ারম্যান তাফসীর আহমেদ মল্লিক লাল, মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, আলহাজ শেখ আশাদুল হক মিকা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা বায়েজিদ খন্দকার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, পল্লি উন্নয়ন সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সেফালি বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, সোহাগ, মামুন রেজা প্রমুখ। এসময় বক্তরা বলেন, যুবসমাজকে উদ্বুদ্ধ করে সমাজ থেকে মাদক ও জঙ্গিবাদ নির্মূল করতে হলে নিয়মিত মাঠে খেলাধুলার আয়োজন করতে হবে। যুব সমাজকে মোবাইলের আসক্তি থেকে ফেরাতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে একদিন করে নিয়মিত সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পরে উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুলের মায়ের রুহের মাগফেরাত কামনায় সকলে দোয়া করেন।

Comments (0)
Add Comment