খোশ আমদেদ মাহে রমজান

।। প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ আলী।।

আজ ২০ রমজান। আজকের রোজার মাধ্যমেই শেষ হচ্ছে ক্ষমা বা মাগফেরাতের দশক। আজ সূর্যের লালিমা পশ্চিম আকাশে অদৃশ্য হওয়ার সাথে সাথে অর্থাৎ মাগরিবের ঠিক পর পরই আল্লাহ-পাগল বান্দারা মসজিদে এতেকাফ করা শুরু করবেন। উদ্দেশ্য সেই মহিমান্বিত রাত বা শবে কদরের তালাশ, যা হাজার মাস অপেক্ষাও উত্তম। শবে কদরেই পবিত্র গ্রন্থ আল কুরআন নাজিল হয়। মহান আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয় আমি কদরের রাত্রিতে এই কুরআন নাজিল করেছি। আপনি জানেন কি কদরের রাত্রি কি? কদরের রাত্রি হাজার মাস অপেক্ষাও উত্তম (সূরা কদর)। যেহেতু হাদিসের বিশুদ্ধ মতে রমজানের শেষ দশকেই রয়েছে অতিমর্যাদাশীল রজনী শবে কদর, সে কারণে রাসুলে আকরাম (সা.) রমজানের শেষ দশ দিন মসজিদে নিয়মিত এতেকাফ করতেন। হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত আছে, নবী করীম (সা.) হায়াতের শেষ পর্যন্ত  নিয়মিত শেষ দশকে এতেকাফ করেছেন এবং তার ওফাতের পর তার পবিত্র স্ত্রীগণও এতেকাফ করেছেন (বুখারী, মুসলিম)। এতেকাফ আরবি শব্দ। এর শাব্দিক অর্থ কোন স্থানে নিজেকে আবদ্ধ রাখা। আর শরিয়তের পরিভাষায়, এক বিশেষ সময়ে এক বিশেষ নিয়মে নিজেকে মসজিদে আবদ্ধ রাখাকে এতেকাফ বলা হয়। এতেকাফ করা বহু পূণ্যের কাজ। রাসুলে কারীম (সা.) এরশাদ করেন, এতেকাফকারী যাবতীয় পোপ থেকে মুক্ত থাকে এবং তার জন্য নেকীসমূহ লিখা হয় ঐ ব্যাক্তির ন্যায় যে (বাহিরে থেকে) যাবতীয় নেক আমল করে (মেশকাতুল মাসাবীহ)। অপর এক দীর্ঘ হাদিসের অংশ বিশেষে এরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করবে আল্লাহপাক তার এবং জাহান্নামের মধ্যে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। যার এক খন্দকের দূরত্ব আসমান ও জমিনের দূরুত্বের চেয়েও বেশি (তাবারানী, বায়হাকী)। এতেকাফ আমাদের জন্য বছরে একবার এই সুযোগ করে দেয় যে দুনিয়ার মায়ামহ ত্যাগ করে মসজিদে পড়ে থেকে নাছোড়বান্দা হয়ে একান্তভাবে মাওলাকে ডাকা যায়। তবে এতেকাফকারীর উচিত শুধু নিজের জন্য দোয়া  না করে সমগ্র উম্মতের জন্য দোয়া ও এস্তেগফার করা। (লেখক: মৎস্য বিজ্ঞানী ও অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়)

Comments (0)
Add Comment