গাংনী র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাংনী প্রতিনিধি: ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার বিকেলে র‌্যাব-১২ মেহেরপুর গাংনী ক্যাম্পের একটি টিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গায় এ অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৩৫ পিস ইয়াবা। সেই সাথে জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোন। গ্রেফতারকৃতরা হলেন-কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গার ইব্রাহিম খলিলের ছেলে একরামুল হক (২৮) ও রাজপুর রানগরের রইচ উদ্দীন ফকিরের ছেলে আরিফুল ইসলাম (২২)। দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতরা মাদক নিয়ে গ্রামের জনৈক নজরুল ইসলামের লিচু বাগানের মধ্যে অবস্থান করছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা পাওয়া গেলে তাদেরকে আটক করা হয়।