চুরির চেষ্টাকালে গৃহকর্তার ধাওয়ায় পরনের লুঙ্গি ফেলে চোরের পলায়ন

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারপাড়ার চান্দুর বাড়িতে গভীররাতে চোরচক্র হানা দেয়। এ সময় গৃহকর্তা টের পেয়ে ধাওয়া করলে চোর পরনের লুঙ্গি ফেলে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্গত গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারপাড়ার চান্দুর বাড়িতে গতপরশু সোমবার দিনগত গভীররাতে চোরচক্র হানা দেয়। গভীরাতে ঘরের মধ্যে মানুষের আনাগোনার বিষয়টি টের পেলে আচমকা চোর চোর বলে চিৎকার দেয় চান্দু হোসেন। তৎক্ষণাৎ চোরকে ধরতে ধাওয়া করলে বাড়ির ছাদ উঠে সেখান থেকে লাফিয়ে পালিয়ে যায়। এ সময় চোরের পরনে থাকা লুঙ্গি ফেলে পলায়ন করে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি মেম্বার হাফিজুর রহমান বলেন,বিষয়টি আমি ভুক্তভোগীর ভাইয়ের কাছথেকে শুনেছি। ঘরের পাশের আমগাছ বেয়ে সিঁড়িঘর দিয়ে প্রবেশ করে চোর। চুরির চেষ্টার সময় চোরের উপস্থিতি বুঝতে পেরে তাদের ধাওয়া করে। এই ঘটনায় তারা একজনকে সন্দেহ করছে।
এদিকে এলাকাবাসী জানিয়েছে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে সাধারণ মানুষ।

Comments (0)
Add Comment