চুয়াডাঙ্গার আলুকদিয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে আলুকদিয়া চকপাড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত। সহকারী তথ্য অফিসার রোস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত। বক্তব্য রাখেন আলুকদিয়া ১নং ওয়ার্ডের সদস্য আল বেলাল। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা ক্ষেত্রে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের উন্নয়নের ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন। আমরা শুধুমাত্র অনুষ্ঠানে গিয়ে শুনলাম, সমাবেশে গেলাম এটুকুই নয় এটাও একটা মূল্যবোধ আছে কিন্তু সেই মূল্যবোধকে কাজে লাগাতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগে ব্রান্ডিং বিষয়, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বর্তমান সরকারের ভিশন ২০৪১ মহিলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দেশের অগ্রগতি অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সাথে জনসমৃদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা মূল্যবোধ সম্পর্কিত সচেতনতা, তথ্য অধিকার, অটিজম, স্বাস্থ্য ও সামাজিক ইস্যুভিত্তিক বিষয়ে জনগণকে পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন।

Comments (0)
Add Comment