চুয়াডাঙ্গার গড়াইটুপি হযরত মালিক উল গাউসের প্রয়ান দিবস উপলক্ষে তাবারক বিতরণ

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী গড়াইটুপি অম্রবুচি মেটেরী মেলা প্রাঙ্গণে হযরত মালিক উল গাউস (রা.) এর প্রয়ান দিবস উপলক্ষে ভক্তবুন্দ কর্তৃক তোবারক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে তবারক বিতরণের আয়োজন করা হয়। কথিত আছে, হযরত খাজা মালিক উল গাউস (রা.) (মল্লিক শাহ্) একজন সাধক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা গড়াইটুপি গ্রামে একটি নির্জন মাঠে আস্তানা গড়ে তোলেন। সেখান থেকে তিনি ইসলাম ধর্ম প্রচার করতেন। তৎকালীর রাজা গৌরগোবিন্দ নামের হিন্দু শাসকের বিরুদ্ধে ধর্মীয় প্রচারক হিসেবে এই এলাকায় পীর পরিচিতি লাভ করেন। রাজা গৌরগোবিন্দের করারোপের বিরুদ্ধে ও ধর্মীয় প্রচারক হিসেবে সমাদৃত হন। এলাকায় তিনার নাম ও যশ ছড়িয়ে পড়ে। সেখানে তিনি বাংলা সনের ৭ আষাঢ় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল সোমবার ছিল প্রয়ান দিবস গড়াইটুপি গ্রামের মাঠের মধ্যে তার মাজার আছে। প্রতিবছর ৭ আষাঢ় হযরত খাজা মালিক-উল-গাউস (রা.) স্মরণে সাতদিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। যা মেটেরী মেলা নামে পরিচিত। তবারক বিতরণের সময় উপস্থিত ছিলেন মাজারের খাদেম মোয়াজ্জেম আলী, বদর উদ্দিন, মোশাররফ হোসেন, মক্কেল শাহ, তজব শাহ, বাতানগাছির গফুর শাহ, আবুছদ্দি খোকা, শাহিন মিয়া, আব্দুল লতিফ মিয়া, নাসির উদ্দিন, সাজিদ কালু প্রমুখ।

Comments (0)
Add Comment