স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তিতুদহে অসাবধানতাবশত পানিতে ডুবে এক শিশুর করুণমৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টান দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত শিশু তিতুদহ বাজার পাড়ার আজাদ হোসেনের ছেলে।
সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ বাজার পাড়ার মহিষ ব্যবসায়ী আজাদ হোসেনের ছোট ছেলে হাবিব (২) গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশে পুকুরের পাশে খেলা করছিলো। অসাবধানতার কারনে শিশুটি পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। বাড়িতে তাকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে তার পরিবারের লোকজন পরে ওই শিশুর চাচা সহিদুল ইসলাম প্রথম শিশুটিকে সনাক্ত করে পুকুরের মধ্যে। তিনি বলেন, হঠাৎ পুকুরের একাংশে পরিষ্কার ও কিছু একটা দেখে কাছে গিয়ে দেখেন বাচ্চাটির মরদেহ পানিতে ভাসছে।গতকালই তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ করা হয়।