চুয়াডাঙ্গার নতিডাঙ্গায় টিনের চাল দিয়ে নামার সময় বিপত্তি, বিদ্যুৎ স্পৃষ্টে নারীর করুণ মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নতিডাঙ্গা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে আয়না মতি বেগম (৫০) নামে এক গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধার আগে নিজ বাড়িতে এদূর্ঘটনা ঘটে। নিহত আয়না মতি বেগম আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের বাজারপাড়ার জামাল খা’র স্ত্রী।

বাড়াদি ইউপি সদস্য শরিফুল ইসলাম ও পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল বিকেলে আয়না মতি বেগমের টিনের ঘরের সাথেই একটি পাকা দোকানের ছাদে মটরের ডাউল শুকাচ্ছিলেন। ওই ছাদে উঠার বিকল্প ব্যবস্থা না থাকায় টিনের চাল দিয়ে উঠানামা করতো আয়না মতি । টিনের ঘরের সাথেই বৈদ্যুতিক তার লিকেজ হয়ে পুরো টিনের ঘরটি বিদ্যুতায়ীত হয়ে যায়। সন্ধার আগে ওই চাল দিয়ে নামার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয় আয়না মতি ।। পরে পরিবারের সদস্যরা আয়না মতিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তারা আরও বলেন, আয়না মতি বেগমের দুই ছেলে মেয়ে। ছেলেটা সৌদি আরবে থাকে। মেয়েকে বিয়ে দিয়েছেন। মায়ের মৃত্যুর খবরে একমাত্র ছেলে পাগল প্রায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর আয়না মতিকে মৃত ঘোষনা করা হয়। হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, নতিডাঙ্গা গ্রামের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আয়না মতি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Comments (0)
Add Comment