চুয়াডাঙ্গার বোয়ালিয়ায় ৩০টি চারা গাছসহ মেটে আলু গাছ কেটে দেয়ার অভিযোগ

সরোজগঞ্জ প্রতিনিধি:- চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বোয়ালিয়া পূর্বপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বিভিন্ন প্রজাতির ৩০টি চারা গাছসহ মেটে আলু গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা ।
জানা গেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ বোয়ালিয়া পূর্বপাড়ায় মৃত কিয়ামুদ্দিন ম-লের ছেলে মুক্তার হোসেনের লাগানো ৪টি ইপিলিপি গাছ,১০টি জীবনগাছসহ অনেক গুলো মেটে আলু চাষ করেন।স্থানীয় ও জমির মালিকের অভিযোগ সূত্রে জানা গেছে গত শুক্রবার সন্ধ্যায় একই পাড়ার ঝড়– লস্কারের ছেলে আমিরুল ইসলাম ৩০টি বিভিন্ন প্রজাতির গাছসহ চাষ করা মেটে আলুর গাছ কেটে দিয়েছে দিয়েছে।এই বিষয়ে আদালতে মামলা দায়ের করা হবে বলে একটি সূত্র থেকে জানা গেছে।