চুয়াডাঙ্গায় আলিম ও ফাজিল নবীণ শিক্ষার্থীদের বরণ ও দোয়া

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আলিম ও ফাজিল প্রথমবর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ, আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় শহরের রেলবাজার ফাজিল মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাও. খালিদ সাইফুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল হাশেম ও আরবী প্রভাষক হাবিবা খাতুন। অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াজুল ইসলাম জোর্য়াদ্দার টোটন বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থা আর পিছিয়ে নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার দুরদর্শী নেতৃত্বে মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন যুগোপযোগী করেছেন। তাই আজ জেনারেল শিক্ষা ব্যবস্থার মতোই সমগুরত্ব পাচ্ছে মাদরাসা শিক্ষায় শিক্ষিতরা। তাই এ শিক্ষা ব্যবস্থাকে আর ছোট করে দেখার সুযোগ নেই। নবীণ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যেককে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন। একই সাথে তাদেরকে দোয়া করেন এবং মোবাইল সংস্কৃতি থেকে দূরে সরে এসে নিয়মিত ক্লাস করতে আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. রকিবুল ইসলাম।

ডেস্ক/ইউএম/আইআর/০৫০৬

Comments (0)
Add Comment