চুয়াডাঙ্গায় ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দৌলতদিয়াড় তাসনীম নূর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মুফতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন। সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাসানুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপ-সম্পাদক মুফতি গাজী মুহাম্মাদ উসমান গনি। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ এক ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। নাগরিক ও মানবিক ম‚ল্যবোধ ধ্বংসের মুখে। মানুষের নাগরিক অধিকার আজ ভুলুণ্ঠিত। নাগরিকের স্বাধীন মতামত ব্যক্ত করার ইচ্ছা থাকলেও রাষ্ট্রযন্ত্র নামক শক্তিটি তাদের মতামত ব্যক্ত করার সুযোগ দিচ্ছে না। এ সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে স্লোগান তুলতে পারে একমাত্র যুব সমাজ। আর এই যুব সমাজকে সঠিক পথের দিশা দেয়ার জন্যই ইসলামী যুব আন্দোলন কাজ করে চলছে। যুবকরাই পারে এই সকল অত্যাচারিত ও জালিমদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালি জাতিকে সামনে আলোর পথের সন্ধান দিতে। এছাড়াও তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ইসলাম দেশ মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিলের প্রতিবাদে আগামী ৩১ শেষ মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের জন্য আহŸান জানান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন সোহেল, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জয়েন্ট সেক্রেটারি আলিমুজ্জামান, সদস্য মুফতি আব্দুস সালাম ও মাও. জহুরুল ইসলাম আজিজী ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি আবু বকর সিদ্দিক। ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি মাও. মুহাম্মদ আলী, মীর শফিউল ইসলাম, ফাহিম ফয়সাল, আবু হুরায়রা, তাসনীম কাওছার, জামাল উদ্দীন, নাহিদ হাসান, লিটন মাহমুদ, আব্দুর রহিম তাসিববিল্লাহ প্রমুখ।

Comments (0)
Add Comment