চুয়াডাঙ্গায় চতুর্থ দফা নির্বাচনে প্রজ্ঞাপন জারি : দু’জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

স্টাফ রিপোর্টার: চতুর্থ দফা নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দু’জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ এবং প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল শুক্রবার প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ২৩ ডিসেম্বর এ চারটি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসানকে পদ্মবিলা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহাকে আলুকদিয়া ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ। নির্বাচন কমিশন গত ১০ নভেম্বর নির্বাচনী তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৫ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর, মনোনয়ন বাতিল হলে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। ভোটগ্রহণ করা হবে ২৩ ডিসেম্বর।

Comments (0)
Add Comment