চুয়াডাঙ্গায় পুরোহিতের প্রশিক্ষণের সমাপনি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ২৫টি মন্দিরের ২৫জন পুরোহিতের ৯দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা বড় বাজার শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে এ প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অশোক কুমার চ্যার্টাজীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট ছন্দা প্রামাণিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্দ কুমার সিংহ রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের টিওটি অরুণ বাগচি বাপ্পি, জেলা ব্রাক্ষণ পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি দেবেন্দ্রনাথ দোবে (বাবু লাল), সাধারণ সম্পাদক নিশিথ চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় প্রমুখ। ৯দিনব্যাপী এ প্রশিক্ষণে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, পুষ্টি ও স্বাস্থ্য সেবা, আইসিটি, ভূমি আইন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Comments (0)
Add Comment