চুয়াডাঙ্গায় বিএনপির দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও দীর্ঘা আয়ু কামনা, করোনা আক্রান্ত মৃত্যুবরণকারী নেতাকর্মী সহ দেশবাসীর মাগফিরাত এবং অসুস্থ রোগীদের সুস্থতা কামনা ও বন্যাকবলিত অসহায় বানভাসি মানুষের জন্য দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় পৃথক তিন স্থানে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বাদ আসর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. শামিম রেজা ডালিম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু, সদস্য, শহিদুল ইসলাম রতন, আবু জাফর মন্টু, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, যুগ্ম সম্পাদক বকুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুন, যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাজিদ হাসান মালিক সজিব, মতিউর রহমান মিশর, রানা হামিদ, এখলাছুর রায়হান, হোসেন রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বাচ্চু প্রমুখ।

অপরদিকে, গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, জেলা বিএনপির নেতা বাড়াদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তবারক হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের নেতা আরিফ হোসন, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক রিন্টু মহলদার প্রমুখ। এছাড়াও জেলা যুবদলের উদ্যোগে দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়।

Comments (0)
Add Comment