চুয়াডাঙ্গা জেলা অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির ৪ দফা দাবি বাস্তবায়নে আলোচনা

 

স্টাফ রিপোর্টার: ৪ দফা দাবি বাস্তবায়নে চুয়াডাঙ্গা জেলা অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির কার্যকরী পরিষদের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুনতাজুর রহমান। জেলা অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৯ জানুয়ারি অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে ৪ দফা দাবি সমন্বিত একটি দাবিনামা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর পেশ করা হয়। সে দাবিনামা অনুযায়ী কোন কার্যকরী পদক্ষেপ না নেয়াই নেতৃবৃন্দ আলোচনা সভায় মিলিত হয়েছে বলে নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু। পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে গতকাল দাবি বাস্তবায়নে নেতৃবৃন্দের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। ৪ দফা দাবির মধ্যে ছিলো; ১। বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনী রাস্তা থেকে প্রত্যাহার করতে হবে ২। শহরের মধ্যে বাস স্ট্যান্ড প্রত্যাহার করতে হবে ও বাস টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে ৩। পৌরসভার পৌর এলাকার মধ্যেই অটো বাইকের নাম্বার দিতে হবে। পৌরসভা কর্তৃক ইউনিয়ন এলাকার অটো মালিকদের অটো বাইক নাম্বার দেয়া বন্ধ করতে হবে ৪। জেলা ট্রাফিক পুলিশের অটো বাইকের প্রতি জরিমানা আদায় প্রত্যাহার করতে হবে। উল্লেখ্য গত ১৯ জানুয়ারি জেলা প্রশাসক বরাবর প্রেরিত দাবিতে উল্লেখ করা হয় আগামী ২৩ জানুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।

Comments (0)
Add Comment