চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সাথে দৌলৎগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন পরিষদের মতবিনিময়

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সাথে মতবিনিময় করেছেন দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর বাস্তবায়ন পরিষদ। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের চুয়াডাঙ্গা অফিস কক্ষে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে জেলা প্রশাসক আজ বৃহস্পতিবার দৌলৎগঞ্জ আইসিপি এলাকা পরিদর্শন করার ইচ্ছা ব্যক্ত করেন।

মতবিনিমসভায় দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর বাস্তবায়ন পরিষদের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, পরিষদের সিনিয়র সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম বাবু, সিনিয়র সাংবাদিক সালাউদ্দীন কাজল, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন ও ব্যবসায়ী ফখরুল খবির এসময় উপস্থিত ছিলেন। এর পূর্বে জেলা প্রশাসককে বন্দর বাস্তবায়ন কমিটির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনসহ বন্দরের সর্বশেষ পরিস্থিতি সম্বলিত প্রসফেক্ট প্রদান করা হয়। মতবিনিময়কালে বন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর ব্রিটিশ আমলে চালু, মাঝখানে উদ্বোধন এবং সর্বশেষ এনবিআরের গেজেটভূক্তি বিষয় জেলা প্রশাসকের নজরে আনেন। মতবিনিমসভা শেষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান আইসিপি এলাকা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন এবং আজই বৃহস্পতিবার সকালে তিনি উদ্বোধনকৃত বন্দর এলাকা পরিদর্শন করবেন বলে জানা যায়।

Comments (0)
Add Comment