জমজ দুই বোন হাফেজা, দুজনেই এইচএসসিতে পেলেন জিপিএ-৫

স্টাফ রিপোর্টার:লক্ষ্মীপুরের রায়পুরের জমজ বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। পাশাপাশি তারা দুজনই কোরআনে হাফেজা। তাদের এই দ্বিগুণ সাফল্যে আনন্দে ভাসছেন মা-বাবা ও স্বজনরা।

খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের মেয়ে আরিফা ও আবিদা বর্তমানে রায়পুর পৌরসভায় ভাড়া বাসায় মা সালমা আক্তারের সঙ্গে থাকেন। তাদের বাবা সৌদি আরবে কর্মরত।

চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে তারা এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। মাত্র দেড় বছরের মধ্যেই ১৮ বছর বয়সে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেন এই দুই বোন। তাদের কুরআন শিক্ষা দেন চাচা হাফেজ মশিউর।

কলেজের প্রভাষক আব্দুল বাতেন জানান, আরিফা ও আবিদা অত্যন্ত মেধাবী এবং নিয়মিত ছাত্রি। তারা ক্লাসে মনোযোগী ছিল ও দ্রুত যেকোনো বিষয় আয়ত্ত করতে পারত।

দুই বোনের এই সাফল্যে এখন তাদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে চলছে আনন্দের বন্যা