জামায়াতের মহাসমাবেশ সফল করার আহবান জানিয়ে দর্শনায় লিফলেট বিতরণ

দর্শনা অফিস: আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। দর্শনা পৌর ও থানা জামায়াতের নেতাকর্মিরা গতকাল বুধবার বাদ আসর দর্শনা রেলবাজার থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেট প্রদক্ষিণ করে পুরাতন বাজারে লিফলেট বিতরণ কর্মসূচী শেষ করা হয়। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদেরের নেতৃত্বে লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন, জামায়াতের দর্শনা থানা শাখার সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপু, নায়েবে আমীর গোলজার হোসেন, সেক্রেটারি দবির উদ্দীন, মোটর শ্রমিক নেতা জাকির হোসেন, আব্দুর রহমান, তানজিল হোসেন, ছাত্রশিবিরের দর্শনা সরকারী কলেজ শাখার সেক্রেটারি সাব্বির হোসাইন বাঁধন প্রমুখ। লিফলেট বিতরণকালে দর্শনাবাসীকে ১৯ জুলাই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিয়ে সফল করার আহ্বান জানানো হয়।