জিকে প্রকল্পের খালে গোসল করতে নেমে তরুণের মৃত্যু

দৌলতপুর প্রতিনিধি: ৯ বন্ধু গোসল করতে নেমেছিলেন। কিন্তু পানিতে ছিলো তীব্র স্রোত। অসাবধানতাবশত সেই স্রোতে তলিয়ে যান এক বন্ধু। লাশ হয়ে ভেসে ওঠে তার দেহ। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গঙ্গা কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান খালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মুহতাসীন আবিদ (১৮) ভেড়ামারা শহরের স্কুলপাড়ার বাসিন্দা ওহিদুল ইসলামের ছেলে।

ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় স‚ত্র জানায়, দুপুর ১২টার দিকে মুহতাসীন ও তার আট বন্ধু মিলে ভেড়ামারা শহর থেকে চাঁদগ্রাম এলাকায় যান। সেখানে ইউপি কার্যালয়ের সামনে জিকে প্রকল্পের প্রধান খালের স্বচ্ছ পানি দেখে গোসল করতে নামেন। খালে তীব্র স্রোত ছিলো। গোসলের একপর্যায়ে মুহতাসীন স্রোতে ভেসে যান। কিছুক্ষণ পর তার মরদেহ ভেসে ওঠে। বন্ধুরা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ওসি মজিবর রহমান বলেন, ¯্রােতে ভেসে যাওয়ায় তলিয়ে যান মুহতাসীন। তিনি সাতার জানতেন না। পরিবারের পক্ষ কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Comments (0)
Add Comment