জীবননগরের আন্দুলবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে যুবকের আত্মহত্যা

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: চলন্ত ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন ট্রাক হেলপার নাজির হোসেন (১৭) নামের এক যুবক। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জীবননগরের আন্দুলবাড়িয়া-পাঁকা সড়কে গ্যাং কোয়াটার রেল ক্রসিং এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক হেলপার নাজির হোসেন আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ও শাহাপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হাসান নামের একপথযাত্রী জানান, যুবক নাজির হোসেন রেল লাইনের ওপর বসে বাদাম খেতে খেতে ট্রেন আসা দেখে ফোন দিয়ে বলে ওঠে আমার লাশটা নিতে তোরা বস্তা নিয়ে আয়। এ কথা বলেই ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়ে সে আত্মহত্যা করে। মুহূর্তের মধ্যে ট্রেনে কাটা পড়ে তার লাশ ছিন্নভিন্ন হয়ে যায়। বেলা ১২ টার দিকে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নেয়। খবর পেয়ে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে নিহত নাজির হোসেনের পিতা আনোয়ার হোসেন জানান, তার ছেলে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছে। এর আগে নাজির হোসেন বিষপানে আত্মহত্যা করার চেষ্টা চালিয়ে সৌভাগ্যক্রমে বেঁচে যায়।

Comments (0)
Add Comment