জীবননগরে মুজাহিদ ফুডকে ১০ হাজার টাকা জরিমানা

জীবননগর ব্যুরো: জীবননগরে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উৎপাদিত প্যাকেটজাত খাদ্যদ্রব্যের মোড়কে উদপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় মুজাহিদ ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা দিকে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে একটি টিম জীবননগরে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মুজাহিদ ফুডের উদপাদিত খাদ্যদ্রব্যের মোড়কে উদপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এবং বিদেশী পণ্যতেও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জীবননগর বাজরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের সতর্ক করে দেয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment