জীবননগরে হাইস্কুলপাড়া মসজিদের বয়স্ক বারো ছাত্র পেলেন পবিত্র কোরআন শরিফ  

জীবননগর ব্যুরো: জীবননগর হাইস্কুলপাড়া জামে মসজিদের নৈশকালীন কোরআন শিক্ষার আসরের বারো বয়স্ক ছাত্র আমপারা থেকে কোরআন শরিফ ধরেছেন। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার রাতে ওই ছাত্রদের হাতে আলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র কোরআন শরিফ তুলে দেয়া হয়। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি এমআর বাবু, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, আলিম ফাউন্ডেশনের হাজি কামরুল ইসলাম, শাহ আলম শরিফুল ইসলাম, ডা. রোকনুজ্জামান রুবেল, শাকিল, মুন্সী খোকন, মসজিদ কমিটির সভাপতি কামাল উদ্দিন ও মসজিদের পেশইমাম নওশের আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। জীবননগর উপজেলায় ৫টি মসজিদে আলিফ ফাউ-েশনের উদ্যোগে পবিত্র কোরআন শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে জীবননগর বাসস্ট্যান্ড মসজিদ, জীবননগর হাইস্কুলপাড়া মসজিদ, শাখারিয়া পিছমোপ মসজিদ ও গঙ্গাদাসপুরের দুটি মসজিদের প্রাথমিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে হাইস্কুলপাড়া জামে মসজিদ কেন্দ্রের ১২ ছাত্র গতকাল কোরআন শরিফ ধরেছেন। উপস্থিত অতিথিবৃন্দ ১২জনসহ আলিফ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কোরআন শিক্ষাকেন্দ্রের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে।

Comments (0)
Add Comment