দর্শনায় নৈতিক-মানবিক মূল্যবোধে জাগ্রত হতে শিক্ষার্থীদের শপথ

দর্শনা অফিস: শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সারাদেশে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কাজ করছে নিরলসভাবে। সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেলের নেতৃত্বে গোটা দেশে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে দর্শনার কেরু উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, বাল্যবিয়ে ও স্মার্ট ফোনকে না। এছাড়া নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষায় শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে মতবিনিময়সভাসহ শপথ করানো হয়েছে। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবিদ হাসান রিফাত, সাংগঠনিক সম্পাদক মাহবুব, সহসাংগঠনিক সম্পাদক পলাশ, দফতর সম্পাদক ইমরোজ ও সদস্য অভি। পরে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিয়ে ও ধর্ষণ বিরোধী শপথ নেন। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, নৈতিক, মানবিক ও দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে শপথ পাঠ করান কাওসার আলম সোহেল।

Comments (0)
Add Comment