দর্শনায় সাংবাদিকদের সাথে মতবনিমিয়কালে দর্শনা থানার ওসি কবীর

পুলিশ-সাংবাদিক সমন্বিতভাবে আলোকিত সমাজ গড়তে হবে
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকদের সাথে ওসি লুৎফুল কবীরের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এ সভায় দর্শনা থানা এলাকার মাদক-অপরাধ নির্মুল ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।
সভায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর বলেন, জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত। সেক্ষেত্রে সাধারণ জনগণ, সাংবাদিক, সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতার বিকল্প নেই। বিশেষ করে সাংবাদিক-পুলিশ সমন্বিতভাবে কাজ করলে আলোকিত সমাজ গড়া সম্ভব বলে আমি মনে করি। সভায় সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু। উন্মুক্ত আলোচনায় অংশ নেন, দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই আহম্মদ আলী বিশ্বাস, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, দর্শনা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন রাজু, সহ-সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রনি, সাবেক সভাপতি হানিফ ম-ল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, মনিরুজ্জামান সুমন, সিনিয়র সাংবাদিক এফএ আলমগীর, হাসমত আলী, সাব্বির আলীম, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, আ. হান্নান, সুজন মাহমুদ, সুকমল চন্দ্র দাস বাধন, আবির হাসান রিফাত, ফরহাদ হোসেন, ইয়াছিন আরাফাত প্রমুখ।

 

Comments (0)
Add Comment